বাংলাদেশের কাছে কেন হেরেছে পাকিস্তান, জানালেন অশ্বিন
অনলাইন নিউজ ডেক্স
ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি পাকিস্তান। দুই টেস্টই হেরে হয়েছে ধবলধোলাই। এই সিরিজ হারের কারণ খুঁজতে এখন গলদঘর্ম হচ্ছে পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের ভরাডুবির কারণ।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, শান মাসুদ অধিনায়ক ভালো হতে পারেন, তবে ড্রেসিংরুম নিয়ন্ত্রণে রাখার শিল্প তার জানা নেই। ক্রিকেটার শান মাসুদে আস্থা থাকলেও তার নেতৃত্বে ব্যাপক ঘাটতি লক্ষ্য করেছেন এই ভারতীয় স্পিনার।
অশ্বিন বলেছেন, ‘শান মাসুদের জন্য খুব খারাপ লেগেছে। সে খুব বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। আমি তাকে চিনি। অনেক বুদ্ধিদীপ্ত কথা বলে। অধিনায়ক হিসাবে ভালো হতেই পারে। কিন্তু এই পাকিস্তান দলকে সামলানো বেশ কঠিন। পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম সেই দলে রয়েছে। ড্রেসিংরুম নিশ্চিত ভাবেই ঠিক নেই।’
তবে পাকিস্তানের হারের কারণ হিসেবে শুধু দলটির ড্রেসিংরুমের কোন্দলকেই একমাত্র কারণ মনে করেন না অশ্বিন। বরং বাংলাদেশকেও যথাযথ কৃতিত্ব দিতে হবে বলে ভাবনা তার, ‘বাংলাদেশ অনেক পরিশ্রম করে জিতেছে। তাদের কৃতিত্ব কেড়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। গত বছর আমরা বাংলাদেশে গিয়েই বুঝেছিলাম ওরা কতটা কঠিন দল। মুশফিকুর রহিম, মেহেদি হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা দলে আছে।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।