বাপ-দাদার সঙ্গে স্বতন্ত্র নির্বাচন করে এবার আমার সঙ্গে স্বতন্ত্র নির্বাচন করছে : জর্জ
অনলাইন নিউজ ডেক্স
কুষ্টিয়ার খোকসাতে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আজ (মঙ্গলবার) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ খোকসা উপলোর গোপগ্রাম ও খোকসা পৌর এলাকার বিভিন্ন জায়গায় বর্তমান সরকারের নানান উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় সেলিম আলতাফ জর্জ ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এসময় বক্তব্যে জর্জ বলেন, ‘যারা আমার বাপ-দাদার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিদ্রোহ করেছেন, তারাই আবার আমার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিরোধীতা করছেন৷’ তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। সেই প্রতীকের সঙ্গেও তারা বিরোধীতা করছে। এদেরকে জাতীয় বেইমান বললেও ভুল হবে না।’
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন সহ ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।