বিএনপি সমর্থিত আইনজীবীদের রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর ‘পুলিশের লাঠিচার্জের ঘটনায় বিএনপি-সমর্থিত আইনজীবীদের করা রিটটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তির করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে আদালতের পর্যবেক্ষণ ঘোষণা করা হয়নি। আদেশের লিখিত কপিতে বিস্তারিত পাওয়া যাবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থক আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হৈ হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যালট পেপার ছিনতাইসহ সমিতি ভবনে ব্যাপক ভাংচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। তখন কয়েকজন সাংবাদিকও আহত হন। এ ঘটনার বিচারিক তদন্তসহ জড়িতদের বিচার চেয়ে নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের সভাপতি-সম্পাদকসহ ১৪ প্রার্থী গত ১৯ মার্চ হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবির উপকমিশনার ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়। এদিকে সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি কার্যনির্বাহী পদের সবগুলোতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।