বিষ্ণু-বিহু-বৈসু উৎসবে ঢাবির পরীক্ষা ও ক্লাস শিথিলের দাবি
অনলাইন নিউজ ডেক্স
নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিষ্ণু, বিহু, বৈসু, সাংগ্রাই, চাংক্রানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সকল পরীক্ষা বাতিল ও ক্লাস শিথিলসহ তিনদফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
আজ সোমবার তারা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দপ্তরে গিয়ে তার হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উপাচার্যকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে তারা উল্লেখ করেন, বাংলা সনের চৈত্র সংক্রান্তি এবং নববর্ষবরণ কেন্দ্রিক আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব পালিত হয়। চাকমারা এটিকে বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষ্ণু, অহমিয়ারা বিহু এবং ম্রোরা চাংক্রান নামে এই উৎসবটি স্বকীয় সাংস্কৃতিক আয়োজনে উদযাপন করে থাকে। তবে উৎসবের দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা থাকায় অনেক আদিবাসী শিক্ষার্থীই তাদের নিজস্ব সাংস্কৃতিক উদযাপন থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে এই দিনগুলোতে পরীক্ষা ও ক্লাস বাতিলের দাবি জানিয়ে আসছেন।
তারা দাবি জানান, উৎসব উপলক্ষে চলমান শিক্ষাবর্ষে বাংলা নববর্ষের আগে ও পরে দুইদিন বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা স্থগিত ও ক্লাস শিথিলের ঘোষণা করতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে উক্ত সময়ে পরীক্ষা বাতিল ও ক্লাস শিথিল করা এবং উক্ত সময়ে ছুটির বিষয়টি বিবেচনায় রাখার ব্যাপারে একাডেমিক কাউন্সিলে আলোচনা করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রককে পরীক্ষার তারিখ সমন্বয়ের অনুরোধ করেছেন বলে জানান।
তিনি বলেন, আমাদের সকল জনগোষ্ঠী, নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য যেন পালন করতে পারে সেজন্য সুযোগ ও অধিকার নিশ্চিত করতে পারলে সেটি আনন্দের হবে। পরীক্ষা নিয়ন্ত্রককে উৎসবের তারিখগুলোর আগে-পরে পরীক্ষা সমন্বয়ের অনুরোধ করেছি। তবে সময়টা নিকটে হওয়ায় পরিবর্তন করা অনেক সময় কঠিন হয়ে যায়। তারপরও দেখা যাক।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।