ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ রাইসমিলকে দেড় লক্ষ টাকা জরিমানা।
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তি নগর এলাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে ১৫(১) এর ধারায় তিনটি রাইসমিলকে পঞ্চাশ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন সরাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
দণ্ড প্রদান কালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, আনসার একাধিক রাইসমিলের মালিকগন উপস্থিত ছিলেন। পরিবেশ দুষণে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ফারদিন অটো রাইসমিল মালিক ফারুক মিয়া, মেসার্স মাস্টার এগ্রো ফুড, মালিক মোঃ আবু হানিফ, মেসার্স হাজী রমজান আলী অটোরাইস মিল, মালিক হাজী রমজান আলী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরাইলে পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজে জড়িত সকলকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।