ভাঙ্গায় পুলিশের অভিযানে আ.লীগের ৫ জন নেতা- কর্মী গ্রেফতার
ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আ. লীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে পুলিশ ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত নেতা কর্মীরা হল, পুলিয়া এলাকার জোনায়েত ওরফে জোলায়েত মিয়া(৩৫), কাপুড়িয়া সদরদী গ্রামের জিহাদ মুন্সী(২৪), পাতরাইল গ্রামের মোঃ আহাদ মিয়া(৫০), চৌধুরীকান্দা সদরদী গ্রামের মোঃ মামুন শেখ(৪৪) ও ওয়ারেন্ট মুলে উথলি দিঘীরপাড় গ্রামের মোঃ মাসুদ তালুকদার ওরফে মাসুম। এছাড়া বাকপুরা গ্রামের
মোঃ রাকিব সিকদারকে(২৩) ৩৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে সকলকে প্রেরণ করা হয়েছে ।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি
মোঃ মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আ- লীগের পাচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মামলার আসামি। সোমবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।