ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী


ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী
দুবাই ব্যবসায়ীর একটি হীরার ব্যাগ ভুল করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এক বাংলাদেশি যাত্রী। তবে হীরার ব্যাগটি উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার শুরু যখন দুবাইয়ের ওই হীরার ব্যবসায়ী একটি গহনার প্রদর্শনীতে যোগ দিতে উপসাগরীয় একটি দেশে যাচ্ছিলেন। চারটি হীরার ব্যাগ বহন করছিলেন তিনি, যার মূল্য ১১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা)। গন্তব্যে পৌঁছানোর পর ব্যবসায়ী দেখলেন, চারটি ব্যাগের মধ্যে একটি নেই। এরপর তিনি সেই দিনই দেশে ফিরে আসেন এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্ত দল আবিষ্কার করে যে, একজন বাংলাদেশি যাত্রী নিরাপত্তা তল্লাশির সময় ভুল করে হীরার ব্যাগটি নিয়ে এসেছেন। কারণ তার ব্যাগ ও হীরার ব্যাগের মধ্যে উল্লেখযোগ্য মিল ছিল। এ কারণে তিনি ব্যাগটি নিজের বলে মনে করেছিলেন। এরপর ওই যাত্রী ব্যাগটি নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। অন্যদিকে ওই ব্যবসায়ী অজান্তেই বাংলাদেশি ব্যক্তির একই রকম দেখতে ব্যাগটি তুলে নেন। এ ঘটনায় দুবাই পুলিশ দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়। ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে সরাসরি সমন্বয়ের মাধ্যমে হীরার ব্যাগটি সফলভাবে খুঁজে পাওয়া যায় এবং সংযুক্ত আরব আমিরাতের মালিকের কাছে ফেরত দেয়া হয়। হীরার ব্যাগ ফিরে পেয়ে ওই ব্যবসায়ী দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না কিভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। আপনাদের অসাধারণ মনোযোগ এবং মানুষকে খুশি করার জন্য আপনাদের আন্তরিক প্রতিশ্রুতি সত্যি প্রশংসনীয়।’