ভেড়ামারায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত


কুষ্টিয়ার ভেড়ামারার হাওখালি ও ভাঙ্গাপুলে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। নিহতরা হলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেড়ামারা থানা শাখার সাবেক সভাপতি ও ধরমপুর মালিথা পাড়ার একতার আলী ছেলে তুহিনুর রহমান তুহিন (২৫) ও উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামের হারা মালিথার ছেলে আব্দুস সালাম (৫০) । ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেড়ামারা থানা শাখার সাবেক সভাপতি তুহিনুর রহমান তুহিন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কে হাওখালি নামক স্থানে পেীছালে মিনি ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তুহিনুর রহমান তুহিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অপর দিকে বাই সাইকেল যোগে আব্দুস সালাম আল্লারদর্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুস সালাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ট্রাকটি আটকের চেষ্টা করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জহির জানান, ঘটনার পর দ্রুত মিনি ট্রাক ও ড্রাম ট্রাকটি পালিয়ে গেছে। তবে সিসি ক্যামেরায় দেখে ট্রাকটি সনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।