মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
অনলাইন নিউজ ডেক্স
বছরখানেক আগে বেশ আলোচনায় এসেছিল ভারতীয় সিনেমা ‘সুপারবয়েজ অফ মালেগাও’। সেই মালেগাওয়ে এবার ‘আসছেন’ এক সুপারভিলেনও! তিনি মার্ভেলের ভিলেন থ্যানস।
না, সত্যি সত্যি সিনেমার পর্দা থেকে বাস্তবে নেমে আসছেন না! মহারাষ্ট্রের মালেগাঁওয়ের ভোটার তালিকায় জায়গা পেয়েছে মার্ভেল কমিকসের এই ভিলেন। রাহুল গান্ধীর প্রকাশ করা এক ভিডিওতে বিষয়টি বেরিয়ে আসে। সে ভিডিওতে থ্যানসের ছবিওয়ালা সে ভোটার আইডিতে নাম দেওয়া হয়েছে ‘মোহাম্মদ ইব্রাহিম’।
ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়। সাবেক এমএলএ আসিফ শেখ রশিদ অভিযোগ করেন, তার এলাকায় ঠিকানা ছাড়া নিবন্ধিত হয়েছে ছয় হাজারেরও বেশি ভোটার। আরও অভিযোগ করেন, ‘তিন হাজার পাঁচশ দুইটি ভোটার আইডিতে ছবি বিকৃত করা হয়েছে। আর এগারো হাজার দুইশ আটানব্বইটি ভোটারের নাম রয়েছে দুই জায়গায়।’
ভিডিওতে থাকা আইডি কার্ডে নাম, বয়স ও ঠিকানা সবই ভুল পাওয়া যায়। এরপর প্রশ্ন উঠছে কীভাবে এমন ছবি সরকারি তালিকায় ঢুকল। বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও হাস্যরস। একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘থ্যানস এখন মহারাষ্ট্রের ভোটার।’
কংগ্রেস এমপি রাহুল গান্ধীও ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘নতুন ভোটার আনলকড ফর বিজেপি।’ এরপর থেকে বিষয়টি আরও ছড়িয়ে পড়ে।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি ভোটার তালিকা বদলে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ‘ডুপ্লিকেট নাম, ভুয়া ঠিকানা, একসাথে বিপুল সংখ্যক নিবন্ধন, এমনকি একজন ভোটারের নামে একাধিক আইডি তৈরি হয়েছে।’
তবে ভারতের নির্বাচন কমিশন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা কংগ্রেসকে এসব অভিযোগের প্রমাণ দিতে বলেছে। কমিশনের বক্তব্য, অভিযোগগুলো ‘ভিত্তিহীন’।
কংগ্রেস কিন্তু পিছিয়ে আসেনি। তারা অভিযোগ করেছে, ৪৮টি লোকসভা আসনে ভোটার তথ্য বিকৃত করা হয়েছে। পাশাপাশি তারা ‘ভোটার অধিকারের যাত্রা’ শুরু করেছে বিহারে। এ নিয়ে বিজেপি নেতা অমিত শাহ পাল্টা মন্তব্য করেছেন, ‘এটা আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর যাত্রা।’
সূত্র- এবিপি লাইভ
