মাগুরায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
১লা জানুয়ারি বুধবার সকালে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনা অনু্ষ্ঠিত হয়।
ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।
বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, এড শাহেদ হাসান টগর, পিকুল হোসেন খান, জেলা যুবদলের সভাপতি এড ওয়াশিকুর রহমান কল্লোল, নাজমুল হাসান লিটন, এডভোকেট তরিকুল ইসলাস কবির, এডভোকেট শহিদুল ইসলাম রূপক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ।
এছাড়া দলীয় নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শহীদ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।
আলোচনা সভা শেষে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল কর্মীরা অংশ নেয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।