মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৩ জুলাই (বুধবার) সিভিল সার্জন অফিস, মাগুরা-তে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে একটি জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে টাইফয়েড রোগ প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন, মাগুরা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মিডিয়া প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন যে, টাইফয়েড একটি পানি ও খাদ্য বাহিত রোগ যা প্রতিরোধযোগ্য। ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।