মাগুরার শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা ও দোয়ার মাহফিল


মাগুরার শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা ও দোয়ার মাহফিল
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনাসভায় ছাত্র জনতার গণঅভ্যূত্থানে অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রীস আলী, উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি\'র সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমির কাজী আবদুর রাজ্জাক, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীপুর উপজেলার ছাত্র সমন্বয়ক আহমেদ সাজ্জাদ ও এনামুল হক প্রমুখ। আলোচনা সভায় ছাত্র জনতার গণঅভ্যূত্থানে শহিদ মোস্তাকিম বিল্লাহ’র মা রহিমা বেগম, শহিদ ফরহাদের বোন রিক্তা খাতুন, শহিদ সোহানের পিতা সেকেন্দার শাহ ও স্ত্রী শম্পা খাতুন বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় পুরো হলরুমে উপস্থিত ব্যক্তিবর্গ আবেগ আপ্লুত হয়ে পড়েন। আহত ছাত্রদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রোহান, মুজাহিদ, শাহরিয়ার, মেহেদী আহসান অন্তর। স্মরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।