মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তকে গভীর ষড়যন্ত্র বলে দাবির পাশাপাশি এই পরিকল্পনার বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে ৪ঠা মার্চ মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠার ৬ বছর পরও মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়নি। উপরোন্ত মাগুরা থেকে মেডিকেল কলেজটিকে সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন সমাবেশ করে।মাগুরা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, জেলা জামায়াতের আমির এমবি বাকের, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সাবেক তত্ত¡াবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা জিয়া পরিষদের সভাপতি ডাক্তার আলিমুজ্জামান, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আবদুর রহিম সহ আরো অনেকে।বক্তারা মাগুরা থেকে মেডিকেল কলেজ সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করে সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারিও দিয়েছেন তারা।
