মালয়েশিয়ায় ২ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার


মালয়েশিয়ায় ২ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জানা যায়, মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন ঐ দুই যুবক। মঙ্গলবার তাদের বাসস্থান থেকে উচ্চস্বরে চেচামেচির শব্দ পায় আশপাশের প্রতিবেশিরা। এর কিছু সময় পরই বাড়ি ফিরে তাদের দুজনের লাশ দেখতে পান সেখানকার আরেক বাসিন্দা। ধারণা করা হচ্ছে, মৃত ২ ব্যক্তি সম্পর্কে আপন ভাই। প্রায়ই নানা বিষয়ে ঝগড়া চলতো দুজনের মাঝে। ঘটনার দিন কলহের এক পর্যায়ে এক ভাইকে খুন করে আরেকজন আত্মহত্যা করেন বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখতে জোর তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।