মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৮৫ বাংলাদেশি
অনলাইন নিউজ ডেক্স
মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। রোববার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডবি্লউটিএ ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে তারা ফেরেন।
এদিকে এর আধাঘণ্টা আগে একই ঘাটে নিয়ে আসা হয় রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের। হস্তান্তর প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয় মিয়ানমারে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। সেইসঙ্গে মিয়ানমারের ১২৩ জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি রয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।