মুখ থুবড়ে পড়েছে সেবা কার্যক্রম


মুখ থুবড়ে পড়েছে সেবা কার্যক্রম
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবারও নগরভবনের গেটে ব্লকেড কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত ডিএসসিসি নগরভবনের প্রধান ফটক আটকে স্টেজ করে তারা প্রতিবাদী গান, স্লোগানে দিন অতিবাহিত করেছেন। আজও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে সমর্থকরা ঘোষণা করেছেন।বৃহস্পতিবার শুরু হওয়া এই আন্দোলন শুক্রবার বাদে শনিবার, রোববার এবং সোমবার বিরতিহীনভাবে চলেছে। এর প্রভাবে ডিএসসিসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং ওয়ার্ড অফিসগুলোও অচল হয়ে পড়েছে।জরুরি সেবার কাজে নিয়োজিত সংস্থার কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চলমান রাখায় নগরীর বর্জ্য পরিষ্কার, মশক নিধন, সড়কবাতি প্রজ্বালন এবং সড়ক রক্ষণাবেক্ষণ কাজ মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আসন্ন কুরবানি ঈদের গরুর হাটের ইজারাসহ বহুবিধ কার্যক্রমও বন্ধ রয়েছে। একই অবস্থা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়েরও।ব্লকেড কর্মসূচির কারণে কেউ নগরভবনে প্রবেশ করতে পারছেন না। সোমবারের কর্মসূচি নগরভবনের বাইরে আসায় সড়ক অবরোধ ছিল দিনভর। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মব্যস্ত মানুষরা সীমাহীন দুর্ভোগের শিকার হন।আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া সাবেক সচিব মশিউর রহমান সোমবার বলেন, ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিবৃতি চরম মিথ্যাচার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। যদি আগামীকালের (আজ) মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ারি করেন তিনি।সোমবার সকাল ১১টা থেকে নগরভবনে ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালনের আগেই আন্দোলনকারীরা নগরভবনের সামনে অবস্থান নেন। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করা হয় এবং গোলাপ শাহ মাজারের সড়কও বন্ধ করে দেওয়া হয়। এতে সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করে নগরভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়।আন্দোলনকারীদের অনেকে বলেন, তাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।ইশরাকের সমর্থকরা সোমবারের ‘ব্লকেড’ কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু এর পরও ইশরাকের শপথ অনুষ্ঠান এখনো হয়নি।