মুন্সীগঞ্জে সৎ ভাইয়ের ধর্ষণে ছোট বোন অত্মঃসত্ত্বা।


মুন্সীগঞ্জে সৎ ভাইয়ের ধর্ষণে ছোট বোন অত্মঃসত্ত্বা।
মুন্সীগঞ্জের গজারিয়ায় সৎ ভাইয়ের ধর্ষণে ছোট বোন অত্মঃসত্ত্বা হয়ে পরেছে। ঘটনা ধামাচাপা দিতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এনিয়ে এলাকায় গুঞ্জন চলছে।অভিযুক্ত ধর্ষক গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামের আমানউল্লাহ মুন্সীর ছেলে তুষার মুন্সী (২৪)। ওই কিশোরী আর ধর্ষক তাদের বাবা আলাদা হলেও তারা একই মায়ের সšত্মান।অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার দুপুরের তুষারের বাড়িতে গিয়ে তার ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সে সময় তার বাবা আমানউল্লাহ মুন্সীও বাড়িতে ছিলেন না।এ ব্যাপারে তুষারের দাদা চাঁন মুন্সী বলেন, বিষয়টি জানাজানি হলে গত এক মাস আগে ওই গ্রামে ওই কিশোরীর নানীর বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠকে আমি আমার ছেলে ও গ্রামের পাঁচজন উপস্থিত ছিলাম। মাতাব্বরা দেড় লাখ টাকা জরিমানা করে। সে জরিমানা টাকা গত বুধবার (২৩ অক্টোবর) স্ট্রাম্পে উভয় পক্ষের স্বাক্ষরের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।স্থানীয়রা জানান, আমানউল্লাহ মুন্সীর প্রথম স্ত্রী’র অত্মঃসত্ত্বা তুষার। ধর্ষক তুষারের বয়স যখন ৮ থেকে ১০ বছর তখন তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে তার মা’র অন্যত্র দ্বিতীয় বিয়ে হলে সেখানে ওই ধর্ষিতা কিশোরী জন্মে গ্রহন করেন। ওই কিশোরীর মা মারা যাওয়ার পর থেকে নানীর বাড়ি থাকতেন। নানা-নানী ওই কিশোরীকে বিয়ে দিলে বাসর রাতেই স্বামী জানলেন স্ত্রী অত্মঃসত্ত্বা। রাতেই স্থানীয়ভাবে পরীক্ষা করে অত্মঃসত্ত্বারা বিষয়টি নিশ্চিত হয়ে স্ত্রীকে তালাক দেয় স্বামী।এরপর ধর্ষনের বিষয়টি জানা জানি হলে ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষকের বাবা আমান উল্লাহ মুন্সী ওই কিশোরীর নানা-নানীকে দেড় লাখ টাকা দেন।বিষয়টি নিয়ে কিশোরীর নানী নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, আমাদের অজ্ঞাতে তুষার আমার নাতনিকে ধর্ষণ করছে। বর্তমানে সে ৫ মাসের অত্মঃসত্ত্বা।এদিকে অভিযুক্ত তুষারের বক্তব্য নিতে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে ধর্ষকের বাবা আমানউল্লাহ মুন্সী মুঠো ফোনে বলেন, বিষয়টি মিমাংসা হয়ে গেছে। আমার ছেলে একটা ভূল করেছে। এটা নিয়ে বারাবাড়ি না করাই ভালো। দেড় লাখ টাকা জরিমানা দিয়ে এমন অপরাধ মিমাংসা করতে পারেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, দুই গ্রামের মাতুব্বরা সমাধান করে দিয়েছেন।এ ব্যাপারে গজারিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান  বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানতে পেরেছি। তবে কেউ আমার কাছে কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেড়্গে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।