মৃত্যুর পরও তিনি আসামি
অনলাইন নিউজ ডেক্স

মৃত্যুর পরও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি করা হয়েছে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুল মান্নানকে। গত রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানায় করা একটি মামলায় আসামি করা হয়েছে তাকে। তিনি মামলার এজাহারে বর্ণিত ৫৮ নম্বর আসামি।মামলার প্রধান আসামি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। ২ নম্বর আসামি রাজশাহী-২ (সদর) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য শফিকুর রহমান বাদশার ছেলে রুয়েট কর্মকর্তা মাহমুদুর রহমান দীপন। মামলার এজাহারে মোট ১২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।মামলার বাদী আব্দুল আলীম দুলাল রাজপাড়া থানার মোল্লাপাড়া মহল্লার মুশারফ হোসেনের ছেলে। তিনি (আলীম) জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী। তার সহোদর শফিকুল ইসলাম জামায়াতে ইসলামীর কর্মী। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আব্দুল আলীম শহরের আলুপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন বলে এই মামলাটি দায়ের করেন।জানা যায়, মামলার এজাহারে বর্ণিত ৫৮ নম্বর আসামি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন। রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ছাত্রাবস্থায় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘আসামির তালিকায় মৃত ব্যক্তি আছেন কি না তা আমার জানা নেই। এটা খোঁজ নিতে হবে। যদি এ রকম হয় তাহলে আমরা যাচাই করব। মামলার অভিযোগপত্র দাখিলের সময় অব্যাহতি দেওয়া হবে।’
