যুবকের রডের আঘাতে একজনের মৃত্যু, ২ পুলিশ কর্মকর্তা আহত
অনলাইন নিউজ ডেক্স
বাগেরহাটের চিতলমারীতে মাদকাসক্ত যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে আহত কৃষ্ণপদ হীরার (৫৭) মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৮টায় মারা যান কৃষ্ণপদ হীরা।
এদিকে মৃত্যুর খবর শুনে নেশাগ্রস্ত শাহীন শেখকে আটক করতে গেলে পুলিশের উপর হামলা করা হয়। এতে থানার পরিদর্শক (তদন্ত) ও একজন এসআই গুরুতর আহত হয়েছেন।
এর আগে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামের হাবিব শেখের বাড়ির সামনে কৃষ্ণপদ হীরার উপর হামলা করে নেশাগ্রস্ত শাহীন শেখ। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে মৃত্যুর খবর শুনে রোববার বেলা ১১টার দিকে পুলিশ হামলাকারী শাহীন শেখকে আটক করতে চরবড়বাড়িয়া এলাকায় পৌঁছায়। কিছু বুঝে উঠার আগেই পুলিশের ওপর হামলা করে শাহীন শেখ। এতে থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও এসআই মো. রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই হামলাকারী শাহীন শেখকে আটক করেছে পুলিশ।
নিহত কৃষ্ণপদ হীরা চরবড়বাড়িয়া এলাকার রশিক লাল হীরার ছেলে। আটক শাহীন শেখ একই গ্রামের সুন্দর আলী শেখের ছেলে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান বলেন, আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ কর্মকর্তা মো. তরিকুল ইসলামের মাথায় ৮টি সেলাই লেগেছে এবং মো. রেজাউল ইসলামের বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
চিতলমারী থানার ওসি এএইচএম কমারুজ্জামান খান বলেন, শাহীন নামের এক যুবকের হামলায় কৃষ্ণপদ নামের এক ব্যক্তি নিহতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে শাহীন শেখের হামলায় আমাদের দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারী শাহীনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।