ম্যান্ডেট হাইজ্যাকের চেষ্টায় পুলিশ: পিটিআই
অনলাইন নিউজ ডেক্স
পুলিশের বিরুদ্ধে নির্বাচনের ফলে কারচুপির অভিযোগ তুলেছে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিপিআই)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলটির নেতারা বলছেন,জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছেন।কিন্তু রাষ্ট্রের পুলিশ বাহিনী নির্বাচনের ফল হাইজ্যাক করার চেষ্টা করছে।খবর জিও নিউজের।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পিটিআই দেশব্যাপী বিক্ষোভ করছে আজ। সেখানে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পিটিআই বলেছে, প্রথমে তারা চেষ্টা করেছে জনগণের ম্যান্ডেট চুরি করতে। এখন তারা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ হাইজ্যাক করার চেষ্টা করছে।
পাঞ্জাবের পুলিশ প্রধানের বিরুদ্ধে পিটিআইয়ের অভিযোগ, তিনি মানবাধিকার লংঘন করেছেন।
পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর পরই পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) ৭৫ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১৭ আসন।
এককভাবে সরকার গঠন করতে হলে কোনো রাজনৈতিক দলকে দেশটির জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ১৩৪ আসনে জয়ী হতে হবে। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির ভোটে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় সরকার গঠনের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।