রাজশাহীতে অটোভ্যান চালকের লাঁশ উদ্ধার


রাজশাহীতে অটোভ্যান চালকের লাঁশ উদ্ধার
রাজশাহী জেলার পবা উপজেলার বাগসারায় বারনই নদীর পাড় থেকে অটোভ্যান চালকের লাঁশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাঁশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের নাম আলতাফ হোসেন (৪৫)। তিনি বাগসারা গ্রামের মনসুর আলীর ছেলে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিআ) জানান, রোববার ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি আলতাফ। সকালে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করে লাঁশ ফেলে রেখে গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের ক্ষত পাওয়া যায়নি