রাজশাহীতে জমি সংক্রান্ত জেরে নারীকে মারধর কাপড়ে পেসাব


রাজশাহীতে জমি সংক্রান্ত জেরে নারীকে মারধর কাপড়ে পেসাব
রাজশাহী জেলার চারঘাট উপজেলার বেলঘড়িয়ায় জমি সংক্রান্ত জেরে প্রতীবেশীর মারধরে এক অন্ত সন্তা নারী কাপড়ে পেসাব করে ফেলেছেন। ভাংচুর করা হয়েছে বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে গরুর গোয়াল ঘর।ঘটনাটি ঘটেছে মহানগরীর কাটাখালী থানা এলাকায় বেলঘড়িয়া দেওয়ান বাড়ীর পশ্চিমে জামাল ভান্ডারীর বাড়ী। সংবাদ পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করেন।এলাকাবাসী জানান, জামাল ভান্ডারী ৩০ বছর পূর্বে, মরহুম ছাত্তার চেয়ারম্যানের ছেলে মোক্তারের কাছে থেকে জামাল ভান্ডারী ২ (দুই) দাগে চৌহদ্দি উল্লেখ পূর্বক একটি ৮ (আট) শতক জমি ক্রয় করেন। সেই থেকে তিনি ৫ জন কন্যা সন্তান নিয়ে সেখানে বসবাস করেন। দীর্ঘদিন পর প্রতীবেশী টনিক (৪০) পিতা ইসমাইল বলেন, এই দাগে তোমার জমি ৪ শতক বাকিটা অন্য দাগে। তুমি সেখানে চলে যাও। জামাল অন্য স্থানে যেতে না চাইলে তাকে মারধর শুরু করে। পরে জামালের বাসায় ডুকে ভাংচুর করেন। এতে জামালের ৩টি রুম ভাংচুর ও ১টি গরুর ঘর ভেঙে গুড়িয়ে দেয় টনিক দিং। প্রতিবেশীগন আরও বলেন, মারধরে জমালের কন্যা এক মাসের সন্তান প্রসাবধারী মা কাপড়ে পেসাব করে ফেলেছে এবং পেসাবের দার দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।এব্যাপারে কাটাখালী থানা পুলিশ জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হই। উভয় পক্ষেকে শান্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। আহত নারীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।পুলিশ আরও জানান, লিখিত অভিযোগের পেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।