রাজাপুরে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন।
অনলাইন নিউজ ডেক্স
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আয়োজনে রাজাপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শুরু হয় ১১ জানুয়ারি ২০২৫ তারিখ এবং শেষ হয় ১৩ জানুয়ারি ২০২৫তারিখে। রয়েল ক্যাফে হল রুমে আয়োজিত এই প্রশিক্ষণটি তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির উপজেলা কোর্ডিনেটর ও স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। প্রশিক্ষণটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি এক্সপার্ট উত্তম কুমার সরকার এবং খুলনা ক্লাস্টারের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ এবং প্রশিক্ষণের দ্বিতীয়দিনে ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নুর লুবনা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
এই প্রশিক্ষণে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ এবং অন্যান্য যুব সংগঠনের মোট ২০ জন সক্রিয় যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে গণতন্ত্র, নাগরিক অধিকার, আত্মপরিচয়, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব বিকাশ এবং দলগঠনের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা একটি সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট গঠন করেন, যা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রদান করবে।
সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণের অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা শেয়ার করে জানান যে, এই প্রশিক্ষণ তাদের নেতৃত্ব গুণাবলি বিকাশে নতুন দিক উন্মোচন করেছে। উপস্থিত সকলেই এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ নেতৃত্ব বিকাশে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।