রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ


রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ
বন্যার পানি রেস্তোরাঁর ভেতর ঢুকে খাবারের টেবিল পর্যন্ত উঠে গেছে। পানির গভীরতা প্রায় কোমরসমান। সেই পানিতেই সাঁতার কাটছে অসংখ্য মাছ। আর টেবিলে বসে নুডুলস খেতে খেতে এই অস্বাভাবিক পরিবেশ উপভোগ করছেন দর্শনার্থীরা। শিশুরা আনন্দ নিয়ে খেলতে নেমেছে পানিতে। এ সময় কেউ কেউ আবার মাছকে নুডুলস খাইয়ে দিয়ে বাড়তি আনন্দ নিচ্ছেন। এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে একটি রেস্তোরাঁয় প্রতিদিনই ভিড় বাড়ছে স্থানীয় মানুষের। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটছে থাইল্যান্ডের নাখোন পাঠম অঞ্চলের জনপ্রিয় ‘পা জিট’ রেস্তোরাঁয়। টানা দুই সপ্তাহের বন্যায় রেস্তোরাঁর ভেতর পানি ঢুকে পড়লেও সেটিকে বিপদ নয়, বরং বাণিজ্যে রূপান্তর করেছেন মালিক পর্ণকমল প্রাংপ্রেমপ্রী। বন্যার পানিতে মাছ ভেসে আসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষের আগ্রহ বেড়ে যায়। তখনই তিনি এই বিশেষ ডাইনিং অভিজ্ঞতার আয়োজনের সিদ্ধান্ত নেন। রেস্তোরাঁ মালিক জানান, বছরে একবার এমন সুযোগ আসে। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি—এসে এই অভিজ্ঞতা নিন। ভারী বর্ষণে নদীর পানি উপচে সৃষ্টি হওয়া বন্যা এখনো পুরোপুরি কমেনি। দেশটির অন্তত ১৩টি প্রদেশের মানুষ এখনো পানি বন্দি জীবনযাপন করছে। পরিবেশ বিশেষজ্ঞর বলছেন, দুর্যোগকে সামলে স্থানীয় পর্যায়ে এমন সৃজনশীলতা দেখাতে পারা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।