লালমনিরহাটে পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার


লালমনিরহাটে পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার
লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের একটি পাথর ভর্তি ট্রাক থেকে দুই কেজি গাঁজাসহ ট্রাক চালক সবুজ মিয়া (৩২) ও সহকারী রাকিব হাসান (২০) নামে দুইজনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সবুজ মিয়া পৌরসভার খোচাবাড়ি (বিডিআর) এলাকার মৃত মনছুর আলীর ছেলে ও রাকিব মিয়া শহরের হাড়িভাঙ্গা এলাকার সাজু মিয়ার ছেলে।থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশির জন্য আটক করা হয়। এসময় ট্রাকের বডিতে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে ট্রাকের নম্বর দেখে স্থানীয় লোকজন ট্রাকটি লালমনিরহাটের শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের ট্রাক বলে শনাক্ত করে। পরে ট্রাক চালক ও সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, ট্রাকে মাদকদ্রব্য পাওয়ার পর আমার অফিসার চালক ও সহকারীকে ট্রাকটিসহ থানায় নিয়ে আসে। পরে জানতে পারি জব্দকৃত ট্রাকটি শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮