শালিখায় আড়পাড়া ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা পেলো একটি পরিবার
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরার শালিখায় আড়পাড়া ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করে মারা যাওয়ার পর কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় বিশেষ আর্থিক সহায়তা পেয়েছে একটি পরিবার। ২ এপ্রিল সোমবার বিকাল তিনটার সময় বাটিকাবাড়ি বাজার প্রাঙ্গণে মৃত ব্যক্তির পরিবারকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা । উল্লেখ্য যে মিলন মোল্লা নামের একজন ক্রেতা আড়পাড়া ওয়ালটন প্লাজা থেকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন কিস্তিতে ক্রয় করেন এবং একটি কিস্তি দেওয়ার পর তিনি মৃত্যুবরণ করায় এই সুবিধা পেয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে উক্ত ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা গ্রহণ করেছেন মৃত মিলন মোল্লার স্ত্রী রেবেকা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওয়াহিদুল ইসলাম, ঝিনাইদহ জোনের জোনাল ম্যানেজার জুনায়েদ নোমানী, আড়পাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার রেজাউল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উক্ত প্লাজার কর্মচারীবৃন্দ। এসময় ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওয়াহিদুল ইসলাম বলেন বিশ্বে একমাত্র ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন সর্বপ্রথম কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় অনাদায়ী কিস্তির টাকা মওকুফ সহ মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে এবং পরবর্তীতে এই সহায়তা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।