শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের গণসংবর্ধনা ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত


মাগুরার শালিখায় নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ত্র্যাড. শ্যামল কুমার দে, ভাইস চেয়ারম্যান ত্র্যাড. সবিজ আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা-কে গণসংবর্ধনা প্রদান করেন শালিখা উপজেলার সর্বস্তরের জনগণ।আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার।গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা -২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার।পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে নিয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।