শালিখায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার


শালিখায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
মাগুরা শালিখায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক এসআই আনোয়ার হোসেন, এস আই মারুফ, এএসআই সুব্রতসহ পুলিশের একটি চৌকস দল সোমবার (৩০ ডিসেম্বর) শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রামপুর গ্রামের আলি আহম্মেদ এর ছেলে আতিয়ার রহমান, দেশমুখপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক মন্ডল এর ছেলে তরিকুল ইসলাম,একই গ্রামের সানাউল শেখের ছেলে আশরাফুল ইসলাম,রামপুর গ্রামের আবেদ আলীর ছেলে মোঃ শাহিনুর, কবির, বরইচারা গ্রামের সূর্যকান্তর ছেলে শুকদেব, খোলাবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সিমাখালী গ্রামের তসির মোল্যার ছেলে মতিয়ার রহমানসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ ওলি মিয়া জানান, শালিখা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শালিখা থানা পুলিশ বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।