শালিখায় কানুদার খাল পরিস্কার ও মাছের পোনা অবমুক্ত


মাগুরার শালিখা উপজেলার কানুদার খাল দীর্ঘ বছর ধরে কুচুরিপানায় নিমজ্জিত থাকায় এ খালের মাছসহ জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে। প্রাকৃতিক পরিবেশ ও জলাভ’মি রক্ষায় দেড় কিলোমিটার এ খালের কচুরিপানা পরিস্কার ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । ৭জুন শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন শালিখার আয়োজনে এ খালের পরিস্কার পরি”ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, শালিখা উপজেলার প্রাচীন এ কানুদার খালে পূর্বে দেশীয় মাছের অভয়ারণ্য ছিল। এ অঞ্চলের মানুষ এ খাল থেকে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। প্রায় দেড় কিলোমিটার এ খালের দু’ধারে ছিন্নমুল,গরীব অসহায় মানুষ বাস করছে। খালের পরিবেশ রক্ষায় ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে আমরা খালের দু’ধারে প্রায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছি । তাছাড়া এ খালের ধারে পুরানো ইকো পার্কটি সংস্কার করে বড় ধরণের রিসোর্ট তৈরি উদ্যোগও আমাদের রয়েছে । সেজন্য এ খালে পশ্চিম পাশে কাজ চলমান রয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এ খাল পরিস্কার করে দেশিয় মাছ অবমুক্ত করা হয়েছে । দেড় কিলোমিটার এ খাল ২ দিন ধরে পরিস্কার পরি”ছন্ন করা হবে। ২ হাজার স্বে”ছাসেবক এ কাজ করবে। খাল পরিস্কার করা পর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৫ মন মাছ অবমুক্ত করা হবে। এ কাজে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, স্বে”ছাসেবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, এলাকার সাধারণ মানুষ একযোগে কাজ করছে । বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক হোসেন বলেন, কানুদার এ খালটি অতি প্রাচীন । এ খালটি দীর্ঘদিন ধরে কুচুরিপানায় ভরা ছিল । ফলে এ খালের মাছ সহ পানি নষ্ট হয়ে ছিল । উপজেলা প্রশাসন এ খালটি পরিস্কার পরি”ছন্ন করার উদ্যোগ অত্যন্ত ভালো । এ খাল পরিস্কার পরি”ছন্ন করে মাছ অবমুক্ত করলে খালের হারানো ঐতিহ্য ফিরে পাবে । মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, মাগুরার শালিখা উপজেলার কানুদার এ খালটি ইতিমধ্যে পরিস্কার পরি”ছন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে । এ বিষয়ে আমার সার্বিক সহযোগিতা রয়েছে । পরিবেশ রক্ষায় আমরা সব সময় কাজ করছি । ইতিমধ্যে বিশ্ব পরিবেশ দিবসে আমরা পুরস্কার অর্জন করেছি । আমরা চাই আমাদের বাইরের পরিবেশ সবুজের সমারোহে ভরে থাক । সেই লক্ষ্যে মাগুরাকে সুন্দর পরিবেশ ও পরি”ছন্ন জেলা হিসেবে গড়তে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে ।