শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
\" অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি\" প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার (২৪ আগষ্ট) বিকাল ৪ টায় শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী আহসান, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্ড স্টাডিজ (সিএনআরএস) এর ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমুল হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও মৎস্যজীগণ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশীয় প্রজাতির মাছ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই এই প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নদী-নালা, খাল বিল, ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছ রক্ষা ও সংরক্ষণ অত্যন্ত জরুরী।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। কুইজে প্রথম স্থান অর্জন করেন আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থী রুদ্র দত্ত, দ্বিতীয় হয়েছেন একই বিদ্যালয়ের তরী বিশ্বাস ও সায়মা আক্তার রিমি তৃতীয় স্থান অর্জন করেছেন। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
