শালিখায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


শালিখায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশব্যাপী একযোগে উদযাপিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় \" নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার \"। এ উপলক্ষে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি\'র আহবায়ক মোঃ আনিসুর রহমান মিল্টন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, উপজেলা বিএনপি\'র সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা ইউডিএফ মোঃ ইবাদ আলী, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সহ-সাধারন সম্পাদক মোঃ নায়েব আলি বিশ্বাস, ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল, মুন্সি জিন্নাত আলী অটিজম বিদ্যালয় এর শিক্ষক মুজিবুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন দুস্থ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী,স্বামী নিগৃহা নারী, সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লক্ষে জনহিত করার কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ সেবা কাজ করে যাচ্ছে। আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন।