শালিখায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরার শালিখা উপজেলায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৭৮টি পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন ও মাথাপিচু ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় ও শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এই টিন বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার প্রমূখ৷