শালিখায় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় পালিত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২৪। উপজেলা এ বছরের প্রথম দিনে শিশু শ্রেণীতে ২৬১০সেট, প্রথম শ্রেণীতে ৩০৪০সেট, দ্বিতীয় শ্রেণীতে ২৮৬৫সেট, তৃতীয় শ্রেণীতে ২৭২৬সেট, চতুর্থ শ্রেণীতে ২৪১০ সেট, পঞ্চম শ্রেণীতে ২১৫৮ সেট, মোট ১৫ হাজার ৭শ ৯৯সেট পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে ।
এ পাঠ্য পুস্তক বিতরণ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চুকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে সাংবাদিক দীপক চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সময় নতুন বছরের প্রথম দিনে চুকিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯০জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রদীপ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা বিশ্বাস, সহকারী শিক্ষক রত্না মন্ডল, হাসানুর রহমান, লিপিকা রানী রায়, কানিজ ফাতিমা, স্বপন বিশ্বাস, অভিভাবক সদস্য সুরমান বিশ্বাস, সাংবাদিক সাইফুল ইসলাম, নাজমুল হক প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।