শালিখায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ


শালিখায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ
মাগুরার শালিখায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট আপদকালীন পরিস্থিতিতে বীজতলা তৈরির লক্ষ্যে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সহায়তায়, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ধান বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন এর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমগীর বিশ্বাস অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, মোঃ তাজুল ইসলাম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মাগুরা। কারিগরি আলোচনা ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত। উপস্থিত কর্মকর্তারা কৃষকদের যে কোনো প্রয়োজনে কৃষি অফিসের সাথে যোগাযোগ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে আছে।