শালিখায় যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবেশীকে জব্দ


মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের জৈনক পাগল চাঁদ বিশ্বাস ও তার পরিবারের দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহার করে আসা চলাচলের একমাত্র পথটিতে গায়ের জোরে বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিবেশী প্রশান্ত বিশ্বাস এর বিরুদ্ধে। এতে করে সেই রাস্তা দিয়ে চলাচল করা ঐ পরিবারের লোকজন গত আড়াই মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা না পারছে দৈনন্দিন কাজ সারতে বাইরে যেতে, না পারছে বাজার-ঘাট করতে। ফলে চরম দূর্ভোগে দিনাতিপাত করছে সেই পরিবারগুলো। এমনকি বিষয়টি সুরাহার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে বলেও কোন সূরা হয়নি বরং উল্টো হুমকি ধামকি দিচ্ছে সেই প্রভাবশালী। পরে উপায় না পেয়ে সুষ্ঠ সমাধানের আশায় পাগল চাঁদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, প্রভাবশালী প্রশান্ত বিশ্বাস ও পাগল চাঁদ বিশ্বাসের বাড়ি পাশাপাশি। কিছু দিন আগে পাগল চাঁদ বিশ্বাসের একটি বাছুর গরু প্রতিবেশী প্রশান্ত বিশ্বাসের বাড়িতে গেলে প্রতিবেশী প্রভাবশালী প্রশান্ত বিশ্বাস পাগল চাঁদ ও তার পরিবারের লোকজনদের বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং পাগল চাঁদের স্ত্রী শোভারানী বিশ্বাস প্রশান্ত বিশ্বাসের বাড়ি থেকে গরুটি আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয় এবং বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায় । পরে গত ২৬ সেপ্টেম্বর প্রশান্ত বিশ্বাস আক্রোশমুলক পাগল চাঁদ বিশ্বাস ও তার পরিবারের লোকজনদের দূর্ভোগে ফেলতে তাদের চলাচলের একমাত্র পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে চলাচলের ওই রাস্তাটি বন্ধ হওয়ায় তারা গত আড়াই মাস যাবৎ অবরুদ্ধ অবস্থায় দিনযাপন করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূক্তভোগি পরিবারগুলোর যাতায়াতের একমাত্র পথটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জরুরী প্রয়োজেন বাড়ী থেকে বের হতে হলে উল্টো পথে অন্যের বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। ভূক্তভোগি পাগল চাঁদ বিশ্বাস ও তার কাকাত ভাই হরিচাঁদ বিশ্বাস জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রশান্ত বিশ্বাস আমাদের যাতায়াতে একমাত্র পথটি বন্ধ করে দিয়েছে। অথচ পথ বন্ধ করা জমিটুকুও তার নিজের নয় জমিটা আমাদের পৈতৃক সম্পত্তি যা পানি উন্নয়ন বোর্ড বেড়িবাদের প্রয়োজনে রাস্তা তৈরি করেছে এবং রাস্তা ঢালু অংশ আমার নিজের জায়গা প্রশান্ত বিশ্বাস প্রভাবশালী হওয়ায় তিনি আইন বিচার- সালিশ কিছু মানেন না। একতরফা গায়ের জোরে সবকিছু করছেন। আমরা পরিবার বর্গনিয়ে যাতায়াতের রাস্তা না থাকায় অবরুদ্ধ হয়ে আছি। আমরা এ অমানবিক ঘটনার দ্রুত বিচারসহ অবরুদ্ধ রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রশান্ত বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও জমিতে ব্যারিকেড দেইনি, এটা আমাদের নামীয় জায়গা, আমাদের জমির উপর দিয়ে তারা যাতায়াত করতো, পাগলচাঁদ বিশ্বাসের গরু বাছুর এসে আমাদের গাছপালা নষ্ট করে তাই আমাদের জমির সীমানা ঘিরে দিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, যেহেতু দীর্ঘদিনের জায়গা জমি সংক্রান্ত জটিলতা তাই আদালতের শরণাপন্ন হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে ।