শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল


শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল
মাগুরার শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে ধানের শীষের পক্ষে শ্লোগানে মুখর হয়ে ওঠে। দুই কিলোমিটার রাস্তা জুড়ে মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িকভাবে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়। গণমিছিলে নেতৃত্ব দেন শালিখা উপজেলা বিএনপি\'র সাবেক সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিলটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনা সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তরা তারা বলেন, বিগত সরকারের দমন-পীড়ন, গ্রেফতার, হয়রানি সত্বেও বিএনপি\'র প্রতি জনসমর্থন কমেনি বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার আহ্বান জানান।