শালিখায় রেসকোর্স অনুকরণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।


মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ৭ মার্চের উপস্থাপনা। শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে তৎকালীন রেসকোর্সের আদলে প্রতীকী প্রেক্ষাপট সৃষ্টির মাধ্যমে ৭ মার্চের ভাষণ উপস্থাপন করা হয়। এ উপলক্ষে দুপুর থেকে হাজার হাজার মানুষ হাইস্কুল মাঠে জড়ো হতে থাকে। হাইস্কুল মাঠকে একাত্তরের রেসকোর্স ময়দানের সাদৃশ্যে সাজানো হয়। বিকাল সাড়ে ৪ টায় জীপে করে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষন দিতে জনসমুদ্রে আসেন। সেখানে আগে থেকে আসা নানা শ্লোগানে তাকে স্বাগত জানায় নেতাকর্মীরা। নেতার আগমনে পুরো মাঠ শ্লোগানে মুখোরিত হয়ে ওঠে। এসময় নতুন প্রজন্মের সাথে নানা বয়সি মানুষ এ দৃশ্য উপভোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মো. ইলিয়াচুর রহমান প্রমুখ।