শালিখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৭অক্টোবর) সন্ধ্যায় আড়পাড়া-কালিগঞ্জ সড়কের সাতনফুরিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে আবুহুরায় (২১) অপরজন অজ্ঞাত পথচারী, এ ঘটনায় আহত রিফাত (১৯) মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। রিফাত উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশখালী গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শালিখা উপজেলা তালখড়ি বাজারের নিকটবর্তী সাতনফুরিয়া নামক স্থানে মোটরসাইকেল ও একটি নসিমন গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর আবু হুরায়রা এবং অজ্ঞাত পথচারী নিহত হন।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া বলেন, মোটরসাইকেল ও নসিমন গাড়ি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মোটরসাইকেল আরোহী ও একজন পথচারী মারা যান। মারদহ দুটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পথচারীর পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে।