শালিখায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি


শালিখায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার (২০শে আগস্ট) বিকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানুর রহমান হাসু, আরিফুল সালেহীন দর্লভ, তুহিন বিশ্বাস, সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট প্রমূখ। র‍্যালিটি উপজেলা বিএনপি\'র দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, ৫ আগস্টের পরে আমাদেরকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে কিভাবে বিএনপিকে মাইনাস করা যায়। তারা ভেবেছে হাসিনা পালিয়ে গেছে, বিএনপি পালিয়ে যাবে। কিন্তু বিএনপি কোন পালিয়ে যাওয়া সংগঠন নয়। মা মাটি ও মানুষের অধিকার আদায়ের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যার নেতৃত্বে বিগত স্বৈরাচার বিরোধী সব আন্দোলনে এদেশের মানুষ আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলেন। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন কিন্তু একদিনে গড়ে ওঠে নাই, দীর্ঘ ১৭ বছর একটি স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। হামলা মামলার শিকার হয়েছে আমার ভাইয়েরা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলন আমাদের নেতা তারেক রহমান সেটা দেশি-বিদেশী সবাই শিকার করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে এক একটি কুচক্রী মহল দেশকে নিয়ে নানা বিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। উল্লেখ্য বিএনপি\'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ শে আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামের এই সংগঠনটির প্রতিষ্ঠা করেন।