শালিখায় ২৪ টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস


শালিখায় ২৪ টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরার শালিখায় ফটকি নদী থেকে উদ্ধার করা ২৪টি অবৈধ চায়না দুয়ারী জাল (প্রায় ১,৪৪০ মিটার) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানটি ফটকি নদীর আড়পাড়া ব্রিজ এলাকা থেকে বরইচারা শ্মশান ঘাট পর্যন্ত এলাকায় চালানো হয়। পরে উদ্ধার করা জালগুলো আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস ও অফিস সহায়ক সঞ্জয় কুমার দাস।ইউএনও মো. বনি আমিন বলেন, “দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও ডিমওয়ালা মাছ রক্ষা করতেই এই অভিযান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।” তিনি অবৈধ সরঞ্জাম দিয়ে নদী বা জলাশয় থেকে মাছ ধরার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।