শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক


শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
মাগুরার শালিখায় ৩০পিচ ইয়াবাসহ নাইমুর রহমান নামে একজন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃত নাইমুর রহমান (৩৩) শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী গ্রামের হালিম মোল্যার ছেলে।গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়ার নির্দেশনায় হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর এস আই রবিউল ইসলাম, এস আই আনন্দ কুমার দাস, এ এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস টিম শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী মোড় থেকে নাইমুর রহমানকে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে নাইমুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মাগুরা কোর্টে সফর্দ করা হয়েছে।