শালিখা প্রেসক্লাবের পক্ষ থেকে পূজামন্ডপ পরিদর্শন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরার শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা কেন্দ্রীয় মন্দির (আড়পাড়া রাধা গোবিন্দ মন্দির) সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে শালিখা প্রেসক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, সাংবাদিক নাজমুল হক, মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক রাজিব, জসিম উদ্দিন, সাংবাদিক মধু প্রমূখ।
শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারের দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভূমিকা রাখছে। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন উপজেলার প্রতিটি মন্দিরে খোঁজখবর নিচ্ছেন এবং প্রতিটা ইউনিয়নের পূজামন্ডপে কমিটির মাধ্যমে মন্দিরের সুরক্ষায় কাজ করছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার বাহিনী সকলে একযোগে নিরাপত্তার জন্য কাজ করছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দূর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। শালিখা প্রেসক্লাব সর্বদা সম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবে।
এদিকে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে দর্শনার্থীদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের তৎপরতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছেন সবাই।
