শালিখা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরার শালিখায় মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর বিভিন্ন ধারায় উপজেলা সদর আড়পাড়া বাজারের পলাশ স্টোর কে ৫শ টাকা,পবিত্র স্টোরকে ১৫শ টাকা এবং এম আর ট্রেডার্সকে ২হাজার টাকাসহ তিন মুদি ব্যবসায়ীকে ৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এসময় উপস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের মাগুরা জেলার সহকারী পরিচালক মামুনুল হাসান,মাগুরা জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামানিক,শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এএসাই) গনি মিয়া,শালিখা উপজেলা প্রসেস সার্ভার অলিয়ার রহমানসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন,পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে না রাখা এবং মেয়াদ উত্তীর্ণ জন্য পণ্য সংরক্ষণের দায়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের তিনজন ব্যবসায়ীকে চার হাজার জরিমানা করা হয়েছে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে এবং আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।