শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আলোচনায় সমাধান মিলবে: আরেফিন সিদ্দিক


কোটা সংস্কারের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে বলে আমি মনে করি। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা আলোচনা শুরু করলে একটা সমাধান বেরিয়ে আসবে। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী ব্রিফ করার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, কোটা সংস্কারের দাবি যৌক্তিক। আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। ১৯৭২ সাল থেকেই এদেশে কোটার প্রচলন রয়েছে। পৃথিবীর বহু দেশে কোটা ব্যবস্থা আছে। তবে ওইসব দেশে কোটাপদ্ধতির সংস্কারও হয়েছে। বাংলাদেশেও কোটা পদ্ধতির একটা যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি। সরকারি চাকরিতে এদেশে ৫৬ শতাংশ কোটার ব্যবস্থা রয়েছে। এটা পুনর্মূল্যায়ন জরুরি। কোটার একটা যৌক্তিক হার নির্ধারণ করতে হবে এবং পাঁচ বছর পর পর সেটি মূল্যায়ন করতে হবে। তবেই বৈষম্য দূর হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মেধাবীদের সঠিক মূল্যায়ন হবে।