শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত
অনলাইন নিউজ ডেক্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে মনাকষা ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ১৬৮ এর নিকটবর্তী হারুনের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন—মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের সেলিম মিয়া (২৫) এবং তারাপুর-মোন্নাপাড়া গ্রামের সুমন আলী (২৮)। তারা দুজনেই স্থানীয় কৃষিকাজ ও মৌসুমি পণ্য পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ১২-১৩ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের দৌলতপুর ক্যাম্পের ৭১ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেলিম ও সুমন গুলিবিদ্ধ হন। পরে তাদের সঙ্গীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, “সীমান্তে একজন বাংলাদেশি আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” তবে তিনি বিএসএফের গুলি বর্ষণের বিষয়টি নিশ্চিত করেননি।
