শ্রীনগরে আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা ১২ পরিবার।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকান্ডে ৫ টি টিনশেট ঘর পুড়ে ছাই হয়ে গেছে।গত কাল শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীনগর কলেজ গেট এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৫টি ঘরের ১৮টি রুমের ভাড়াটিয়া ১২টি পরিবার অগুনে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকার আনোয়ার হোসেনের (৩২) মালিকানাধীন ১ টি টিনশেট ঘরের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তার মালিকানাধীন আরো ৪টি ঘরে অগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঈদের আগে এমন দুর্ঘটনায় পরিবার গুলোতে হাতাশা বিরাজ করছে।আনোয়ার হোসেন দাবী করেন, ভাড়াটিয়াদের মালামাল সহ আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার গোলাম সারোয়ার জানান, আগুনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। ক্ষতির পরিমান এই মূহুর্তে বলা যাচ্ছে না।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।