শ্রীনগরে রাস্তার বেহালদশা সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের উত্তর কোলাপাড়া পাকা রাস্তা থেকে ওয়াসা রোড পর্যন্ত প্রায় দেড় কিঃ মিঃ ইট সলিংয়ের যাতায়াতের সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশা হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশের ইটের সলিং উঠে ও ধেবে গিয়ে বড় বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে খানা খন্দে ভরে গেছে। এতে অটো,মিশুক, রিক্সা, ভ্যানগাড়ি, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি স্কুল,কলেজ, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীসহ মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসুল্লি ও পথযাত্রীরা প্রতিনিয়ত যাতায়াতে ভোগান্তিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।আজ সোমবার (১৩ মার্চ) সরেজমিনে উত্তর কোলাপাড়া দেখা যায়, উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কোলাপাড়া গ্রামের পাকা রাস্তা হতে পুরো গ্রামের ভিতর দিয়ে ওয়াসা রোড পর্যন্ত দেড় কিঃ মিঃ ইট সলিং রাস্তা। রাস্তাটি গত ১০/১২ বছর পূর্বে ইট সলিং করা হলেও সংস্কারের অভাবে বর্তমানে রাস্তার মাঝে মাঝে সলিং করা ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি এই রাস্তা দিয়ে কোন অটোরিক্সা, ভ্যান, মোটর সাইকেল যাতায়াতসহ পায়ে হেটেঁ চলাচল দুস্কর হয়ে পড়েছে। উত্তর কোলাপাড়ার স্থানীয় বাসিন্দা আঃ সাত্তার(৭০) জানান, রাস্তাটির বেহাল অবস্থার কারনে আমাদের সন্তানরা পায়ে হেটে স্কুল,কলেজ, মাদ্রাসায় যেতে পারছে না। এমনকি আমরা মুসুল্লিরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে যেতে পারি না। উত্তর কোলাপাড়া প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র মোঃ রাকিব (১২) জানান, রাস্তার ইট উঠে যাওয়ায় আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারিনা। রাস্তায় চলাচলে আমাদের খুব কষ্ট হয়।কোলাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, রাস্তা সংস্কারের জন্য প্রজেক্ট দিয়েছি। কাজ আসলে দ্রুত মেরামত করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।