শ্রীপুরে কৃষি মেলা-২০২৫’ এর উদ্বোধন


শ্রীপুরে কৃষি মেলা-২০২৫’ এর উদ্বোধন
মাগুরা জেলার শ্রীপুরে ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ০৩ দিনব্যাপী \'কৃষি মেলা-২০২৫\' এর উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা কার্যালয়; ইউএনও, শ্রীপুরসহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন যে, আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি এবং উন্নত কৃষি পদ্ধতির প্রদর্শনী কৃষকদের জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করবে। এতে উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষি উন্নয়ন ত্বরান্বিত হবে। এরপর তিনি উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।