‘সরকারের উপর থেকে জনগণের আস্থা বিশ্বাস উঠে গেছে’
অনলাইন নিউজ ডেক্স
সরকারের উপর থেকে জনগণের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা উঠে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।
মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকার পতনের একদফা দাবিতে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি। তাদের পদযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মিয়া মশিউজ্জামান বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ৮৮ শতাংশ ভোটার এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। কেনো? কারণ, তাদের এই সরকারের উপর থেকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা উঠে গেছে। তারা বিশ্বাস করেন, এই সরকার কখনও সুষ্ঠু নির্বাচন করতে পারে না। এখান থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। নির্বাচন কমিশনও আজ্ঞাবহ। এমন ২টি দলকে তারা নিবন্ধন দিয়েছেন, যাদের কেউ চিনে না। পরের নির্বাচন শেখ হাসিনার অধীনে হলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, এই ভোটারবিহীন আওয়ামী অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য এমন কোনও রাস্তা নাই যেটা অবলম্বন করে নাই। কিন্তু, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই সরকারের দেশি এবং আন্তর্জাতিক সব রকমের রাস্তা বন্ধ হয়ে আসছে।
তিনি বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন, মার্কিন দুজন প্রভাবশালী কূটনীতিক কয়েকদিন আগে বাংলাদেশ সফরে এসেছিলেন। যাদের বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাজপাখি। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা স্পষ্টভাবে আওয়ামী লীগ সরকারকে বলেছে, আগামীতে রাজপথে বিরোধী দলগুলোর সমন্বয়ে, সকলের অংশগ্রহণে যদি কোনও নির্বাচন না হয়, একতরফা কোনও নির্বাচনকে আমেরিকা সমর্থন করবে না।
তিনি আরও বলেন, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপিসহ সকল বিরোধী রাজনৈতিক দল, জনগণ মাঠে নেমেছে। আমরা যদি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি, ভোটারবিহীন সরকারের পতন ত্বরান্বিত হবে।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, কাক কাকের মাংস খায় না। কিন্তু, নূর গতকাল আমার গায়ে হাত দিয়েছে। আমার বিশ্বাস ছিল গণঅধিকার পরিষদের কেউ আমার উপর হামলা করতে পারে না। আমি দলের অসুস্থ সদস্যদের সাহায্য করেছিলাম জেলে থাকাকালীন সময়ে। তাই আমার এ বিশ্বাস ছিল। কিন্তু, আমার এ বিশ্বাস ভেঙে দিয়েছে নূর। সে তার দেহরক্ষীদের দিয়ে আমাকে মেরেছে। আমাদের এই পদযাত্রা কোথায় গিয়ে থামবে জানি না, তবে সেখানেই শেষ হবে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করবে।
পদযাত্রায় আরও বক্তব্য রাখেন সহকারী আহ্বায়ক সাকিব হাসান, যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, সংগঠক মোজাম্মেল মিয়া প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।