সরাইলে মাদকাসক্তের ১ বছরের জেল।


সরাইলে মাদকাসক্তের ১ বছরের জেল।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. সাব্বির মিয়া (৩০) নামের এক মাদকাসক্তকে ১ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।ইউএনও’র দফতর সূত্র জানায়, মঙ্গলবার শাহবাজপুর হোসনে আরা আফজাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রি বিতরণ করতে যান ইউএনও মো. মোশারফ হোসাইন। বিতরণ শেষে ফেরার পথে ইউনিয়ন পরিষদের পাশে ইয়াবা ট্যাবলেট সেবন করে মাতলামি ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখেন সাব্বিরকে।এভাবে সাব্বির এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোকালে হাতেনাতে ধরা পড়ে। সাব্বির শাহবাজপুর মোড়াহাটির বিল্লাল মিয়ার ছেলে। পরে ভ্রাম্যমান আদালতে সাব্বির মাদকসেবন ও কৃত অপরাধ স্বীকার করায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।